Saturday, October 12, 2024

যশোর জান্নাতের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিল সুবিধাবঞ্চিত শিশুরা 

- Advertisement -

যশোর অফিসঃ রেলস্টেশনে বসবাস করা সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তানজিম জান্নাত নামের এক শিশু। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে এমন ব্যাতিক্রমী আয়োজন করেছেন শিশু জান্নাতের মা জান্নাত ফাউন্ডেশন যশোরের পরিচালক সালমা আক্তার।

বুধবার বিকেলে যশোর রেলস্টেশনে ভ্রাম্যমাণ ‘শুদ্ধাঙ্গন’ স্কুল প্রাঙ্গণে শিশু জান্নাতের ১১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জান্নাতের জন্মদিনের কেক কাটার আনন্দ ভাগাভাগি করে নেয় শুদ্ধাঙ্গন স্কুলের প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু। এ সময় শিশুদের মাঝে চকলেট কেকসহ বিভিন্ন শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শিশু জান্নাতে মা জান্নাত ফাউন্ডেশন যশোরের পরিচালক সালমা আক্তার জানান, তার বড় মেয়ে শিশু জান্নাতের ১১তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদেট নিয়ে জন্মদিন পালনের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতা যশোর রেলস্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের ভ্রাম্যমাণ ফ্রি স্কুল শুদ্ধাঙ্গনের শিশুদের নিয়ে একসাথে কেক কাটার আয়োজন করেন তিনি। এতে শিশু জান্নাতের জন্মদিনের আনন্দ সকল সুবিধাবঞ্চিত শিশুরা ভাগাভাগি করে নিতে পারবে। তাদের মধ্যে শিশু জান্নাতের জন্মদিনের আনন্দ ছড়িয়ে পড়ুক।

শিশু জান্নাতের ব্যাতিক্রমী জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সিধু রায়, সুমাইয়া আক্তার, লিমা আক্তার, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক এ্যান্টনি দাস অপু, খন্দকার রুবাইয়া, মাহবুবুর রহমান, একলাছুর রহমান, সাথী ইসলাম, ইয়াসমিন সেজুতিসহ আরও অনেকে।

আর কে-১৬

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত