যশোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর পিতা বর্তমানের ঢাকার সাভারে বসবাসকারী আমির হোসেন মামলাটি করেন।
আসামি করা হয়েছে যশোরের কেশবপুর উপজেলার কওছার আলীর ছেলে আকমাম হোসেনসহ অজ্ঞাত ৪-৫ জনকে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই স্কুলছাত্রী সাভারের একটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার মেয়ে যশোর শহরের পালবাড়ি গাজীরঘাট রোডে চাচা আতাহারের বাড়িতে বেড়াতে যায়। সেখানে আকমাম তার মেয়েকে দেখে বিয়ের প্রস্তাব দেয়। পরে তার মেয়ে রাজি না হওয়ায় তাকে নানা ভাবে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিতো। এতেও সম্মতি না পেয়ে তাকে অপহরণ করে ক্ষতির চেষ্টা করে। বিষয়টি আকমামের পরিবারের সদস্যদের জানিয়েও কোন লাভ হয়নি। গত শুক্রবার বিকেলে তা মেয়ে দড়াটানার দিকে যেতে ফাতিমা হসপিটালের সামনে পৌঁছালে আকমামসহ অজ্ঞাত ৪-৫জন একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে ফুঁসলিয়ে উঠিয়ে তার মেয়েকে নিয়ে যায়। তিনি বিষয়টি জানতে পেরে আকমামের সাথে যোগাযোগ করেন। কিন্তু তাকে নানাভাবে হুমকি দেয়া হয়। পরে পারিবারের সাথে যোগাযোগ করে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি থানায় মামলা করেন।
রাতদিন সংবাদ