- Advertisement -
যশোর শহরে যানজট নিয়ন্ত্রণে এবার রাস্তায় নেমেছেন স্বেচ্ছাসেবকরা। সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ স্কাউটের ছেলে-মেয়েরা। তারা রীতিমত ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শহরের দড়াটানামোড়, চিত্রামোড়, ঈদগাহমোড় ও চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে তারা দায়িত্ব পালন করছেন।
বুধবার বেলা ১১টায় শহরের বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। তারা রীতিমত ট্রাফিক পুলিশের মত লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। একইভাবে রাস্তায় নেমেছেন রোভার স্বাউটের ছেলে-মেয়েরা। শহরের ঈদগাহ মোড়ে স্কাউটের দু’তিন জন ছেলে মেয়ে রাস্তায় দাড়িয়ে যান চলাচলের নিদের্শনা দিচ্ছেন। যা দেখে শহরবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা এ কাজের প্রশংসা করেছেন অল্প বয়সি শিক্ষার্থী ছেলেমেয়েদের।
রাতদিন সংবাদ
- Advertisement -