Saturday, October 5, 2024

যশোরে মীনা দিবস উদযাপন 

- Advertisement -

যশোর প্রতিনিধিঃ যশোরে মীনা দিবস উদযাপন করেছে স্বপ্নতরী যশোর। যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় মঙ্গলবার দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আছাদুজ্জামান।

স্বপ্নতরী যশোরের সহ-সভাপতি পিন্টু মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বক্তব্য দেন সাংবাদিক হাবিবুর রহমান মিলন।

উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র’র ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট ডা.প্রজ্ঞা পারমিত রায়, ডা. বাপ্পী সুব্রত কবি শেখর, রোকসানা খাতুন, আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোহাম্মদ জিলানী, হেল্থ সার্ভিস প্রোভাইডার জেসমিন আক্তার, কমিউনিটি অর্গানাইজার রুমা খাতুন, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সদস্য দেব দীপ,জিহাদ হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা নূরুল আরিফিন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ও শ্রমজীবী শিশুও অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইস্ট-এশিয়ার দেশগুলোতে ‘মীনা দিবস’ পালন করা হয়।

আর কে-০৭

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত