Sunday, October 13, 2024

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জনকে ছুরিকাঘাত

- Advertisement -

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জনকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেয় তারা। বুধবার রাত ১০ টার দিকে যশোর- বেনাপোল সড়কের পুলেরহাটে এ ঘটনা ঘটে। আহতদের রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, বেনাপোলের খরদা গ্রামের শাহাজানের ছেলে শাহাবুদ্দিন শান্ত ও জাহাঙ্গীরের ছেলে আল-আমিন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০ টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হ্সাপাতালের সামনে থেকে মিছিল নিয়ে দড়াটানায় যায়।
ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান জানান, তাদের দু’জন সদস্য বুধবার রাত ১০ টার দিকে মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোর আসছিলেন। পথিমধ্যে পুলেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ছিনকাইকারীরা তাদের গতিরোধ করে। এরপর ছুরিকাঘাত করে কাছে থাকা সবকিছু নিয়ে নেয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত