- Advertisement -
বুধবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রাচ্যসংঘের উদ্যোগে গণহত্যা ও আগষ্ট মহাবিপ্লবোত্তর এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইকবাল আকতার টিয়ার সভাপতিত্বে এই সমাবেশে বক্তৃতা করেন লেখক গবেষক ও সাংবাদিক বেনজীন খান, আকসাদ সিদ্দিকী শৈবাল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কবি কাসেদুজ্জামান সেলিম, নূর ইসলাম, আকরামুজ্জামান, তারিকুল ইসলাম তাকের, সেলিম রেজা সেলিম, এ্যাড. মনিরুল ইসলাম মনু, যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার নিত্যানন্দ পাল, সরোয়ার হোসেন,জাহিদ আক্কাস, বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলনের নেতা সোহানুর রহমান সোহান,রাফিদ হাসান প্রমুখ।
রাতদিন সংবাদ
- Advertisement -