যশোরে প্রায় চার হাজার জাল টাকাসহ রিয়া সিকদার নামে এক নারীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনগন। গত শুক্রবার দুপুরে শহরের বড় বাজার থেকে আটকের পর মামলা দিয়ে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। আটক রিয়া সিকদার ফরিদপুর সদরপুর উপজেলার মোল্লাকান্দি রাজারচর চরমানাইর গ্রামের মৃত রফিক সিকদারের মেয়ে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের ব্যাপারির মোড়ের শাহিন মোল্যার বাড়ির ভাড়াটিয়া।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই কবীর হোসেন জানিয়েছেন, এদিন দুপুর দুইটার দিকে শহরের বড় বাজার পানপট্টির সামনে জাল টাকাসহ এক নারীকে আটকের পর থানা পুলিশকে জানিয়েছে স্থানীয়রা। এসময় এসআই শরীফ আলমামুনের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে ওই নারীকে হেফাজতে নিয়ে আসেন। এরপর নারী কনস্টেবলের সহায়তায় তার কাছ থেকে তিন হাজার ৯শ’ জাল টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসআই শরীফ আলমামুন বাদী হয়ে এদিনই থানায় মামলা করেন। এরপরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাতদিন সংবাদ