যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বচন উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরর সদস্য বাছাই ও সাধারন সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি প্রার্থী বাদে সাধারণ সম্পাদক প্রার্থীসহ বাকি পদে প্রার্থী চুড়ান্ড করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিনিয়র আইনজীবী নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোহাম্মদ ইসহক, জাফর সাদিক, কাজী মনিরুল হুদা, আরিফুল ইসলাম শান্তি, এমএম গফুর, এমজি মোস্তফা মন্টু, মুজিবুর রহমান, মাহমুদা খানম, কাজী মসরুর মুর্শীদ বাপী, কামরুজ্জামান ভুট্টো, কাজী কামরুল ইসলাম জুলফিকার আলী জুলু প্রমুখ। সভা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
সভার শুরুতে এমএ গফুর তার বক্তব্যে সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী জুলুর নাম প্রস্তাব করেন এবং তার বক্তব্যে এ পদের অপরদুই প্রার্থীকে আকার ইঙ্গিতে এবার জুলুকে সমর্থন দেয়ার আহবান করেন। এতেই বাধে বিপত্তি। উপস্থিত সদস্যদের মাঝে শুরু হয় সমালোচনা। এ পদে অপর দুই প্রার্থী কামরুজ্জামান ভুট্টো ও কাজী কামরুলের পক্ষে অনেকে বক্তব রেখেছেন।
এরপর বক্তরা সভাপতি পদে প্রার্থী না দেয়ার প্রস্তাবকে প্রত্যাখান করে সভাপতি প্রার্থী হিসেবে আবু মোর্ত্তজা ছোট’র নাম ঘোষণার জোর দাবি করেন।
অবশেষে সভার সভাপতির বক্তব্যে সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী বাদে সাধারণ সম্পাদকসহ বাকি পদের প্রার্থী চুড়ান্ত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে প্রার্থী বাছাই কমিটিতে নজরুল ইসলামকে আহবায়ক ও মোহাম্মদ ইসহক, জাফর সাকিদ, কাজী মনিরুল হুদা, মাহাবুবুর রহমানকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। কমিটি আগামি দুইদিনের মধ্যে প্রার্থী চুড়ান্ত করে সভার মাধ্যমে জানাবেন বলে সভায় জানানো হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-১৮