Friday, October 4, 2024

যশোরে চার বিয়ে গোপন করে আরেক বিয়ে, স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

- Advertisement -

যশোরে এক নারীর চার বিয়ের কথা গোপন করে ফের বিয়ের অভিযোগে যশোর আদালতে মামলা করেছেন তার স্বামী। মামলাটি করেছেন শহরের বেজপাড়া তালতলা এলাকার জামাত মন্ডলের ছেলে সাইফুল ইসলাম। আসামি লিজা আক্তার যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে লিজা আক্তারের সাথে পরিচয় হয়। লিজা নিজেকে অবিবাহিত পরিচয় দেন। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরমাঝে লিজা জানায় তার বিয়ে ঠিক করেছে পরিবার। গত ১২ মার্চ লিজা ভিডিও কলে ফোন দিয়ে বলেন আজই বিয়ে করতে হবে তা না হলে সেসময়ই তিনি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবেন। এক পর্যায় ওইদিনই লিজাকে বিয়ে করেন সাইফুল। এসময় তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে লিজা বলে এখন না তিনমাস পর। এর কয়েকদিনের মধ্যে জানতে পারেন লিজার এরআগে চারটি বিয়ে রয়েছে । এছাড়া তার সন্তানও রয়েছে। গত ২০ আগস্ট তার এক স্বামীর সাথে ঘনিষ্ট অবস্থায় দেখে ফেলেন সাইফুল। লিজা নিজেকে অবিবাহিত দাবি করে সাইফুলকে বিয়ে করেছে ফলে বাধ্য হয়ে সাইফুল আদালতে মামলা করেছেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত