Thursday, October 3, 2024

যশোরে কাচ্চি ভাই খাবার হোটেলের সংবাদ প্রকাশের পর আলোচনার ঝড়

- Advertisement -

যশোর অফিসঃ যশোরে কাচ্চি ভাই খাবার হোটেলে পচা আলু দিয়ে রান্না করা কাচ্চি বিরিয়ানি পরিবেশন অভিযোগে সংবাদ প্রকাশের পর শহরময় আলোচনার ঝড় উঠেছে।

প্রশাসনিক পদক্ষেপ এড়াতে তারা চিকিৎসক ও বিভিন্ন পত্রিকা অফিসে দৌড়ঝাপ করতে দেখা গেছে। এমনকি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হৃদরোগের উপরে রোববার একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ঐ সেমিনারে ওষুধ কোম্পানির মাধ্যমে চাহিদার প্রায় ৩০ভাগ ডিসকাউন্টে খাবার বিক্রি করেছেন বলে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সূত্রে জানা গিয়েছে।

জানাযায়, যশোর কাচ্চি ভাই খাবার হোটেলে পচা আলু দিয়ে রান্না করা কাচ্চি বিরিয়ানি ক্রেতাদের পরিবেশন করে ঠকাচ্ছেন। গত শনিবার যশোর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার ইমদাদুল হক রাজু বিদায়ী অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ১৭৫ প্যাকেট খাবারের অর্ডার করেন। অনুষ্ঠান শেষে শিশু বিভাগের কর্মচারী উপস্থিত চিকিৎসকদের খাবারের প্যাকেট প্রদান করেন। এ সময় চিকিৎসকরা খাবার খেতে গেলে দেখেন খাবারে বিরিয়ানি ভালো থাকলেও আলু নষ্ঠ ছিল এবং খাবার থেকে নষ্ঠ গন্ধ বের হতে থাকে। তখন কয়েক জন চিকিৎসক কাচ্চি ভাই খাবার হোটেলে গিয়ে অভিযোগ দেন এবং খাবার পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু ক্যাশ কাউন্টারে থাকা ম্যানেজার তাদের খাবার ভালো বলে দাবি করে খাবার ফেরৎ না নিয়ে চিকিৎসকদের বিদায় করেন। ফলে সকল খাবার চিকিৎসরা ফেলে দিকে বাধ্য হন।

বিষয়টি নিয়ে রোববার স্থানীয় ও জাতীয় দৈনিকে ও অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হলে শহরময় আলোচনার ঝড় ওঠে। বিভিন্ন পেশাজীবিকে বলতে শুনা যায়, সামনে থেকে চকচক করলেও প্রতিষ্ঠানের ভিতরে আসলে চকচক নয়। ঢাকার প্রতিষ্ঠানের মত যশোরের প্রতিষ্ঠানেরও একই অবস্থায়। বর্তমানে কাচ্চি ভাইয়ের হোটেলে নোংরা পরিবেশে রান্নার পাশাপাশি পচা-বাসি জিনিস দিয়ে খাবার তৈরি করছেন। একই সাথে খাবারের নিম্নমানের হলেও খাবারের বিপরিতে অতিরিক্ত অর্থ নিয়ে ক্রেতা ঠকাচ্ছেন বলে অভিযোগ করেন।

যশোর মেডিকেল কলেজের হিসাব রক্ষক দেলোয়ার হোসেন জানিয়েছেন, কাচ্চি ভাইয়ের দোকান থেকে লোকজন কলেজে এসেছিল। তারা নষ্ঠ খাবারের জন্য ক্ষমা চেয়েছেন। আগামীতে এমন ভুল করবেন না বলে জানিয়েছেন।

আর কে-১৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত