যশোরে সদ্য যোগদানকারী পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ বলেছেন “সাদা কে সাদা এবং কালোকে কালো বলতে হবে “অপরাধীদের কোন রং হয় না, তারা শুধুই অপরাধিই। অপরাধি যেই হোক কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধিদের কোন ছাড় নেই। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নিবে। যশোরবাসীকে সাথে নিয়ে যশোর জেলা পুলিশ প্রশাসন কাজ করবে।
রোববার বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পুলিশ প্রশাসন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মত বিনিমিয় সভার আয়োজন করে। যশোরে কর্মরত বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক সম্পাদক ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার এ কথা বলেন।
এ সময় যশোর জেলা ও শহরের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোক সমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাংবাদিক নেতা এম আইউব , সাকিরুল কবির রিটন, আকরামুজ্জামান, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন প্রমুখ।
রাতদিন সংবাদ