Wednesday, October 9, 2024

যশোরের এক যুবতীর লাশ কুয়াকাটার এক আবাসিক হোটেল থেকে উদ্ধার

- Advertisement -

আফরোজা আক্তার রিতু (১৯) নামে যশোরের এক যুবতীর লাশ পটুয়াখালীর কুয়াকাটার হোটেল নিউ সী-বিচ্ ইন আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।আজ শনিবার শেষ বিকেলে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহায়তায় ওই হোটেলটির ৫০১ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। মৃত রিতু যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের সূত্র থেকে বলা হয়েছে, শুক্রবার বিকেলে রিতু,তার ছোট বোন, স্বামী ইছামীর ও তার এক বন্ধু কুয়াকাটায় বেড়াতে যেয়ে হোটেলের ৫০১ নম্বর কক্ষে ভাড়ায় ওঠেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল। হোটেলের কর্মচারীরা শনিবার বিকেল তিনটার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ওই কক্ষটির ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় বাকি তিনজন ওই কক্ষের সামনে বসা ছিলো। খবর পেয়ে দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পোচানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করেন।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত