Monday, October 14, 2024

যশোরাঞ্চলের নদী বাঁচাতে স্মারকলিপি

- Advertisement -

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে যশোর অঞ্চলের নদী বাঁচানোর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম এই স্বারকলিপি গ্রহন করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, যশোরের ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, নবগঙ্গা ও ফটকি নদীগুলি আজ উজানে ভারতের বাঁধ নির্মাণ, একতরফা পানি প্রত্যাহারসহ প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন। এই নদীগুলোকে রক্ষা করা। ভৈরব ও কপোতাক্ষ নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জোয়ার-ভাটা নিশ্চিত করা। একই সাথে এই নদীগুলো সুরক্ষায় পদক্ষেপ গ্রহন করে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা।

স্মারকলিপিতে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলন যশোর এর আহ্বায়ক মাস্টার নূর জালাল, কোর কমিটির সদস্য সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান, সাবেক অধ্যাক্ষ হারুন উর রশিদ, বিনয় কৃষ্ণ মল্লিক, মোবাশ্বর হোসেন বাবু, এ্যাড. কায়েস, আহসানুল্লা ময়না, জাহিদ গোলদার, ডাক্তার আব্দুল্লাহ, শামিমা ইসলাম লিপা, রবিউল ইসলাম ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।

রাতদিন সংবাদ/আর কে-০৭

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত