Tuesday, December 3, 2024

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

- Advertisement -

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি ডা. আহাদ আলীর গ্রন্থের প্রকাশনা উৎসব শুক্রবার যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে কবি ডা. আহাদ আলীর প্রকাশিত ২০টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এ উপলক্ষে আলোচনা সভায় মুক্তেশ্বরী সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের সহ সভাপতির রাশিদা আখতার লিলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন গীতিকার কবি কাসেদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন কৃষ্টি বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এরশাদ হারুন, চিত্রকর এস.এম আলী আসগর রাজা।

কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক সুরাইয়া শরীফ, কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক সুরাইয়া শরীফ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, পথিক সাহিত্য পত্রিকা সম্পাদক শাহরিয়ার সোহেল, যশোর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি তরিকুল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক বকুল হক, লেখক ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত