ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রোববার যশোরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ইমাম পরিষদ খুলনা বাসস্ট্যান্ড চত্বর এ মিছিল শুরু করে। ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মিছিলটি খুলনা বাসস্ট্যান্ড হতে শহর প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী। সভায় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজিরুদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনওয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কবিরুল ইসলাম, মুফতি মাসউদুর রহমান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমিন কারী সবেদ আলী, মাওলানা আবু হুরায়রা, মুফতি তাওহিদুর রহমান, মুফতি ইশতিয়াক আহমাদ, মুফতি রফিক শুয়াইব, মুফতি আলাউদ্দীন প্রমুখ।
রাতদিন সংবাদ