দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরের উপর হামলা, ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ হিন্দু মহাজোট যশোর জেলা শাখা ও যশোর সনাতন হিন্দু সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে বক্তৃতা করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কুষ্ণ মল্লিক, অধ্যাপক অখিল চক্রবর্তী, অধ্যাপক গোপী কান্ত সরকার, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী সাহস, সাধারণ সম্পাদক সঞ্জিদ অধিকারী, অ্যাডভোকেট যুথিকা ঘোষ, মহাদেব ব্যানার্জী, রনজিৎ দাস, বিশাখা নিয়োগী, বিভুতোষ রায়, সনাতন ধর্ম সংঘের দেবব্রত অধিকারী এবং হিন্দু পরিষদের সজল কুমার দান।
এদিকে, একই দাবিতে বৈষম্যবিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলনের উদ্যোগে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দড়াটানা মোড়ে হামলা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুমার কুন্ড, সহসভাপতি দীপক রায়, বর্তমান সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্মসম্পাদক রতন আচার্য্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দত্ত, সদর উপজেলার সভাপতি তিমির ঘোষ জয়, বৈষম্যবিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলনের অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, রহিত রায়, মৃদুল হালদার প্রিন্স, কাজল মন্ডল, মিতা ভদ্র, শুভ্র দেব বিশ্বাস এবং তন্ময় দত্ত।
বিশেষ প্রতিনিধি