মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন কর্মসুচী ও স্মারক লিপি পেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অন্ততঃ ৫ শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য রাখেন আহমেদ শফি, জিএম মাকসুদুর রহমান, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, আব্দুর রাজ্জাক, শাকিল আলম, নিপা মোনালিসা, বিধান সরকার, সেলিম রেজা, হাবিবুল বাশার ফিরোজ, আনোয়ারুল করিম, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এ সময় আন্দোলনকারীরা ‘৯ম ও ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’।
‘প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ, দিতে হবে শিক্ষকের মান’। ‘বৈষম্যহীন বইছে হাওয়া, ৯ম ও ১০ম গ্রেড ও আমাদের চাওয়া’সহ বিভিন্ন শ্লেগান দেন’।
মানববন্ধন শেষে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার মাধ্যমে অর্ন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
আর কে-০৬