Saturday, October 12, 2024

মণিরামপুরে প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষককে মারপিট

- Advertisement -

যশোরের মণিরামপুরে ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিদার আলমের নেতৃত্বে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক দোলোয়ার হোসেনকে মারপিট করা হয়েছে। আহত শিক্ষক মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার প্যারেড গ্রাউন্ডের উত্তর পাশে শিক্ষক দোলোয়ারের বাড়ির সামনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহত শিক্ষক জানিয়েছেন।
সোমবার সকালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিদার আলমের নেতৃত্বে ৪/৫ জনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান।
বিদ্যালয় সূত্রে জানাগেছে, দিদার আলম ছয় মাস আগে ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি পূর্বে যে প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ছিলেন সেখানেও কয়েকবার এমন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন।
আহত শিক্ষক দোলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত