Sunday, November 3, 2024

মণিরামপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতঘর ভাংচুরসহ দোকানে তালা

- Advertisement -

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বসতঘর ভাংচুরসহ দোকানের মালামাল জোরপূর্বক নামিয়ে তালা দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে মণিরামপুর উপজেলা ভরতপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানায়, উপজেলার ভরতপুর গ্রামে এজাহার আলীর সঙ্গে একই গ্রামের বাবর আলীর ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে এ নিয়ে একাধীকবার শালিস হলেও তা মিমাংসা হয়নি। গত ২৮ অক্টোবর রাতে বাবর আলী বর্হিরাগত ১০/১২ জন সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এজাহার আলীর বাড়ি ভাংচুরসহ বাড়ি সকল জনকে খুন-জখমের ভয়ভীতি দেয়। এমনকি সন্ত্রাসীরা তাদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র যাওয়ারও হুমকি দেয়। বাড়ির ভাংচুর শেষে পাশের নূর মোহাম্মদ আলীর ভাড়াটিয়া বজলুর রহমানের মুদি দোকানেও হামলা চালায়। তারা দোকান থেকে মালামাল রাস্তায় ফেলে দিয়ে দোকানে জোর পূর্বক তালা লাগিয়ে দেয়।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক এজাহার আলী বলেন, বাবর আলী, আব্দুর রাজ্জাক, আনিচ, মাসুদসহ ১০/১২ জন সন্ত্রাসী এ হামলা ভাংচুর করে। গোপালপুর থেকে জনৈক শরিফুল ইসলামকে ভাড়া করে এনে বাবর আলী গং এ হামলা চালায় বলেও তিনি জানান।
এ ঘটনায় এজাহার আলীর পুত্র রুবেল হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে থানার এসআই অমিত সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার হবে।

আর কে-১৩

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত