Sunday, November 10, 2024

বেনাপোল ডিগ্রি কলেজ” অ্যাডহক কমিটি’র সভাপতি- নুরুজ্জামান লিটন

- Advertisement -

শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোল পৌর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “বেনাপোল ডিগ্রি কলেজ” পরিচালনা পর্ষদের জন্য অ্যাডহক কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন বেনাপোলের কৃতি সন্তান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি-মো.নুরুজ্জামান লিটন। বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

রোববার (২৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিকদার সরকার সাক্ষরিত পত্রে নুরুজ্জামান লিটনকে সভাপতি করে ৩ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

অ্যাডহক কমিটি পত্রে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর/২০২৪ ইং থেকে আগামী ৬ মাসের মধ্যে অ্যাডহক কমিটিকে নিয়মিত গভর্নর বডি গঠনের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতি নুরুজ্জামান লিটন জানান, শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি চর্চা, সুশৃঙ্খল পরিবেশ ও কলেজ উন্নয়নে কাজ করতে ভূমিকা রাখবে এ পরিচালনা পরিষদ কমিটি। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

বেনাপোলের ছাত্র/ছাত্রীদের প্রধান সমন্বয়ক সকলের শ্রদ্ধার পাত্র প্রবীণ শিক্ষক স্যার, আব্দুল মান্নান এক বিবৃতিতে বলেছেন-“শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার । একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্বপরিকর। “বেনাপোল ডিগ্রি কলেজ”  প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন ও শিক্ষার বৃদ্ধি করে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে দক্ষ পরিচালনা পরিষদ প্রয়োজন। কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি মো.নুরুজ্জামান লিটন আমাদের বেনাপোলের কৃতি সন্তান,সে অ্যাডহক কমিটি’র সভাপতি নির্বাচিত হওয়ায় আমি আন্তরিক ভাবে তাকে ধন্যবাদ জানাই।

আর কে-০২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত