Tuesday, December 3, 2024

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির মতবিনিময় সভা

- Advertisement -

বুধবার (২০ নভেম্বর )সকাল ১১ টায় রেল ভবনে সচিবের সভাকক্ষে রেল সচিব আবদুল বাকীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মিলিত হয় বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি দল।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন,‘পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা নড়াইল বেনাপোল বা ভাঙ্গা নড়াইল খুলনা রুটে ট্রেন চলাচল কবে শুরু হবে বলা যাচ্ছে না। নতুন বগী ট্রেন না পাওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চালানো সম্ভব হবে বলে মনে হয় না। আপনাদের মত রাজবাড়ী কুষ্টিয়ায় বিক্ষোভ হচ্ছে। চলমান ট্রেনগুলোর রুট পরিবর্তন করলে বিক্ষোভ আরো বৃদ্ধি পাবে। বিক্ষোভ বৃদ্ধ করা জনগনকে ভোগান্তি ফেলা আমাদের কাজ নয়। আমরা ভাবছি চলমান ট্রেনগুলোর রুট ঠিক রেখে একটি নতুন ট্রেন দিয়ে খুলনা নড়াইল ঢাকা, ঢাকা নড়াইল যশোর, যশোর নড়াইল ঢাকা রুটে চালানো যায় কিনা। আমরা বিভিন্ন ভাবনা যাচাই বাছাই করছি। আমরা সুষম বন্টনের সর্বোচ্চ চেষ্টা করছি। রেলকে রক্ষার চেষ্টা করছি।

সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জি.রুহুল আমিন দাবিসমূহ যুক্তি সহকারে তুলে ধরেন। তিনি বেনাপোল যশোর ঢাকা রুটে ২টি ও দর্শনা যশোর ঢাকা রুটে ২টি ট্রেন দেওয়ার দাবিসহ ৬ দফা দাবি উত্থাপন করেন।

বিসিকের সাবেক চেয়ারম্যান যশোরের কৃতিসন্তান মাহবুবুর রহমান যশোর জেলার দাবির সাথে একাত্মতা ঘোষনা করে বলেন,ব্রিটিশ ভারতে ১ম জেলা যশোর সকল দিক দিয়ে সকল সময় বঞ্চিত। মেডিকেল কলেজ পেলেও হাসপাতাল টি আজও পায়নি। সিটি কর্পোরেশন টাও পায়নি। অনেক দেরিতে বিশ্ববিদ্যালয় একটি পেয়েছি। ঢাকা নগরকে পরিবেশ, জনচাপ থেকে রক্ষার জন্য নিজ নিজ এলাকা থেকে ঢাকায় অফিস করার লক্ষ্যে ট্রেনের সময় সূচী তৈরির জন্য অনুরোধ করেন  মাহবুব। ইকবাল কবির জাহিদ আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করার দাবির যুক্তি তুলে ধরেন। জিল্লুর রহমান ভিটু যশোর ঢাকা পদ্মাসেতু লিংক প্রোজেক্টের জন্য চীন থেকে ক্রয়কৃত ১০০ কোচ কোথায় জানতে চান। ফারাজি আহমেদ সাঈদ বুলবুল বলেন, সংবাদপত্রে সংবাদ হয়েছে প্রকল্প উদ্বোধনের দিন উৎসব নয় বিক্ষোভ হবে বৃহত্তর যশোরে- বিষযটি বিবেচনায় নেবেন।

মতবিনিময় সভার সভাপতি রেলসচিব আব্দুল বাকী,বলেন আমাদের ভুল বুঝবেন না। আমরা সবদিক নিয়ে ভাবনা চিন্তা করছি। রেলে প্রতিদিন ২ লক্ষ লোক চলাচল করার ব্যবস্থা আছে। কিন্তু প্রতিদিন ৩০ লক্ষ বার টিকিটের সন্ধান হচ্ছে। তাকে যদি ১০ লক্ষ ব্যাক্তি ধরি তবে চাহিদা ১০ লক্ষ – আছে ২ লক্ষ। এই আমাদের রেল, বিষয়টি মাথায় রাখবেন। ভারত থেকে ৩০০ কোচ কিছু দিনের ভিতর দেশে আসছে। এটা আসলে সংকট দূর হয়ে যাবে।

বৃহত্তম রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিনিধি দলে ছিলেন বিসিকের সাবেক চেয়ারম্যান  মাহবুবর রহমান, উপদেষ্টা  ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব ইঞ্জিঃ রুহুল আমিন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক এড আমিনুর রহমান হিরু, যুগ্ম আহবায়ক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল,সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ নাসির আহমেদ সেফার্ড, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন  ও কোটচাঁদপুর কমিটির আহ্বায়ক আগাঁ খান।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত