যশোর শহরতলীর বিরামপুরে এক প্রাবাসী জমি কিনে বিপাকে পড়েছেন। প্রতিবেশি সাইফুল ইসলাম জমির সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে প্রবাসীর স্ত্রীকে খুন-জখমের হুমকি দিচ্ছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জাকিয়া সুলতানা গতকাল বৃহস্পতিবার কোতয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, কুয়েত প্রবাসী মেহেদী হাসান ২০২৩ সালের নভেম্বর মায়ে নতুন উপশহর বিরামপুর মৌজায় ৪ দশমিক ১২ শতক জমি কিনে বাড়ি-ঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করছেন। সম্প্রতি তার স্ত্রী বাড়ির প্রাচির নির্মাণ শুরু করলে প্রতিবেশি সাইফুল ইসলামের বাড়ির পাশে কাজ করার সময় বাধা এবং ইটের নির্মানাধীণ প্রাচীর ভেঙ্গে দেয়। প্রতিবাদ করলে সাইফুল ইসলাম ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনে জন্য অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী জাকিয়া খাতুন জানিয়েছেন, তার স্বামীর ক্রয়কৃত জমির মধ্যে সাইফুল ইসলামের জমি ও বাড়ি ছাদ চলে এসেছে। প্রাচীর নির্মাণ করতে গেলে সাইফুল ইসলামের সিড়ির কিছু অংশ বেধে যাচ্ছে। সাইফুল এখন তার বাড়ির সিড়ি রক্ষা করতে স্থানীয়দের অজুহাত দেখিয়ে চাঁদা দাবি করছে। তিনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। ৎ
রাতদিন সংবাদ