বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে ক্রমেই বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহ। আর উচ্চ শিক্ষার অবিশ্বাস্য সব সুযোগ শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিক্ষা মেলা। ওয়ারিশা এডুকেশনের আয়োজনে সোমবার শহরের হোটেল অরিয়নে এ শিক্ষা মেলার আয়োজন করা হয়।
মেলার আয়োজক ওয়ারিশা এডুকেশনের সিইও শেখ নুরজ্জামান বলেন, বিদেশে উচ্চশিক্ষায় পড়ালেখার সুযোগ সুবিধা, শিক্ষাবৃত্তি সহ উন্নত জীবন গড়ার সুযোগ, এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেই মেলাটির আয়োজন করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা একজন শিক্ষার্থীর জীবনে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে, তাকে নতুন নতুন বিষয় শেখার সুযোগ করে দেয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। তবে শিক্ষার্থীদের নিকট প্রয়োজনীয় তথ্যাবলী না থাকায় বিদেশে উচ্চশিক্ষায় পৌঁছানোর এই পথটি সবসময় সহজ হয়না। শিক্ষার্থীদের এই সমস্যাগুলোর সমাধান করে তাদের স্বপ্নপূরণে ওয়ারিশা এডুকেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি সফল শিক্ষামেলার আয়োজন করেছে ওয়ারিশা এডুকেশন। পূর্বের ধারাবাহিকতায় এইবারও তাদের এই শিক্ষামেলাটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকল জিজ্ঞাসা ও আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।
মেলায় ওয়ারিশা এডুকেশনেরে এমডি মিজানুর রহমান মুক্তাসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবকেরা অংশ নেন।
বিশেষ প্রতিনিধি