গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে এ হাওলার ঘটনা ঘটেছে বলে হামলার শিকার হওয়া আহতরা জানিয়েছেন।
আহত নুরুজ্জামান এর ভাইপো মো: বিল্লাল হোসেন জানান যে, ২৪ সেপ্টেম্বর তার ভাইয়ের সঙ্গে মাছ ধরার টুনা নিয়ে দাতপুর গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে সুফিয়ান এর কথা কাটাকাটি ও মারামারি হয়। দ্বন্দ্বের জেরে ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে দাতপুর গ্রামের সালাম বিশ্বের ছেলে কুদ্দুস বিশ্বাস, শুকুর বিশ্বাস ও রেজোয়ান বিশ্বাস, মোতালেব বিশ্বাসের ছেলে খয়বর ও সুফিয়ান, ওলিয়ার বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ ও ওবায়দুর বিশ্বাস এবং ফসিয়ার ফকিরের ছেলে মুরাদ ফকির লাঠিসোঁটা ওকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দাতপুর ঈদগাঁহের সামনে ফেরদৌসের উপর ঝাপিয়ে পড়ে। তাদের মারপিটে ফেরদৌস মারাত্মকভাবে আহত হয়। তার চিৎকারে তার চাচা মো: নুরুজ্জামান ও তার ভাই এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। নুরুজ্জামান এর নাকে ও হাতে জোরালোভাবে আঘাত করা হয়েছে। যা দেশী অস্ত্রের কোপ হতে পারে বলে বিল্লাল হোসেন দাবী করেন। এসময় আহতদের চিৎকারে জহুরুল ইসলাম ও আসলাম হোসেনসহ আরও অনেকে এগিয়ে আসলে সন্ত্রাসীরা হুমকি-ধামকি দিয়ে চলে যায় বলে বিল্লাল হোসেন জানান।
এছাড়া তিনি আরও জানান যে, এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী আসলাম হোসেন মারামারির ঘটনা সত্য বলে জানান।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্তার সংগে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান যে, এ ঘটনায় কোন মামলা হয়নি।
আর কে-০৮
- Advertisement -