Sunday, November 10, 2024

পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন অমিত শাহ দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

- Advertisement -

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল রোববার তিনি এটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে দুদিনের জন্য এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

এদিকে, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার (২৬ অক্টোবর) ও রোববার (২৭ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ডানার কারণে তা পেছানো হয়।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন রোববার। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে শনি ও রোববার আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

রাতদিন সংবাদ/আর কে-০৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত