ঝুমঝুমপুরের এক বাড়িতে হানা দিয়ে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় একটি দুষ্টু চক্র। ১২ সেপ্টেম্বর ভোর ৫ টায় ঘটে যাওয়া ঘটনায় ৩ যুবকের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করতে চানপাড়া ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে।
ঝুমঝুমপুর চাঁন্দের মোড় এলাকার শরিফুল ইসলামের ছেলে তাসনিম ইসলাম বর্ষণ (১৯) থানায় দেয়া অভিযোগে উল্লেখ করেছেন, হামিদপুরের আহমেদ (২২), মোল্লাপাড়ার লাল মিয়াসহ আজ্ঞাত ২/৩ জন গতকাল ভোর ৫ টার দিকে তাদের বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে। বর্ষণ ও তার ছোট ভাই প্লাবণসহ বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে। এসময় কাপড় দিয়ে বর্ষণের মুখ বেঁধে ফেলে। এসময় ঘরে থাকা একটি রেডমি মোবাইল, একটি বাটন ফোন সিম নাম্বার ০১৩০০৯৩৮৮৯৫ নিয়ে যায়। আর আলমারিতে রাখা কাপড় ব্যবসার ২ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযুক্তরা চোখ বাঁধা অবস্থায় বর্ষণকে ধরে নিয়ে বাড়ির উত্তর পাশের মেহগনি বাগানে নিয়ে যায়। পরে ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
রাতদিন সংবাদ