Monday, December 2, 2024

ঝিকরগাছায় তুলা কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

- Advertisement -

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : এসো ভাই দেশ গড়ি, তুলা চাষ বৃদ্ধি করি এই স্লোগানকে রেখে যশোরের ঝিকরগাছায় ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় ঝিকরগাছা-১ ইউনিটে তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে একদিনের তুলা কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের বাস্তবায়নে রবিবার বিকাল সাড়ে তিনটায় প্রশিক্ষণের পরিসমাপ্তি অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, তুলার বীজ বপনের পর জাত ভেদে ১১০-১২০ দিনের মধ্যে তুলার বোল ফাটতে শুরু করে। ভালভাবে পরিপক্ক ও ফাটা বোল হতে ৩-৫ বারে সংগ্রহ করার প্রয়োজন হয়। বীজতুলার গায়ে লেগে থাকা শিশির শুকিয়ে গেলে রৌদ্রজ্জ্বল দিনে দুপুরে /বিকালে বীজভুলা সংগ্রহ করা উচিত। সংগৃহীত বীজতুলা রৌদ্রে শুকিয়ে ও বাছাই করে ছালা বা চটের বাস্তায় সংরক্ষণ করতে হবে এবং ইউনিট অফিসের সহায়তায় বাজারজাত করতে হবে। কোন অবস্থাতেই অপরিপক্ক ও ভেজা বীজতুলা বাজারজাত করা যাবে না। অপরিপক্ক বীজতুলার বীজ অপুষ্ট থাকে বিধায় বীজতুলার ওজন কম হয় এবং ভেজা বীজতলা সংরক্ষণ করা হলে দ্রুত তুলার রং ও মান নষ্ট হয়ে যায়। ফলে বীজতুলার মূল্যও কম হয়। বিস্তারিত তথ্যের জন্যে আমাদের নিকটস্থ তুলা উন্নয়ন বোর্ডের অফিসে যোগাযোগ করবেন। আপনাদের সেবাই আমরা সর্বদা নিয়োজিত রয়েছি।

বিশেষ অতিথি ছিলেন, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, তুলা উন্নয়ন বোর্ডের ঝিকরগাছা-১ ইউনিট অফিসের কটন ইউনিট অফিসার মোঃ অহিদুজ্জামান, ঝিকরগাছা-২ ইউনিট অফিসের কটন ইউনিট অফিসার এস এম আছাদুজ্জামান, মনিরামপুরের ঝাপার কটন ইউনিট অফিসারবিধান চন্দ্র, প্রকল্প অফিসার রফিকুল ইসলাম রফিক, চৌগাছা পুড়াপাড়া কটন ইউনিট অফিসের মাঠ কর্মী কবির হোসেন, ঝিকরগাছা জিনিং কেন্দ্রের নিরাপত্তা প্রহরী মোঃ রমজান আলী, সুমন কুমার রায়সহ আরও অনেকে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত