আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌরসদরের সড়ক দূর্ঘনায় সিটি ব্যাংকের ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার(৪৫) এর আর বাড়ি ফেরা হলো না। তিনি যশোর নিউ মার্কেট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিটি ব্যাংকের ঝিকরগাছা শাখার ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার প্রতিদিনের ন্যায় সোমবার অফিস শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় তারই কলিক একই ব্যাংকের আরএম আবু মুছা খান এর সহিত মটরসাইকেল যোগে বাসায় ফেরার জন্য রওনা দেন। পথিমধ্যে ব্যাংক থেকে প্রায় ২শ গজ দূরে যশোর-বেনাপোল হাইওয়ে রোড সংলগ্ন লিবাটি সু কোম্পানীর সামনে আসার পর পিছন থেকে যশোরগামী সিমেন্টের ব্লক বোঝায় যশোর- ট ১১-১৮৯৭ নং ট্রাকটি মটরসাইকেল দেখে হর্ণে দেয় এমতাবস্থায় মটরসাইকেলের পিছনে বসা সিটি ব্যাংকের ঝিকরগাছা শাখার ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার নার্ভাস হয়ে মটরসাইকেল হতে মহাসড়কের উপর পড়ে যায়। ঠিক সেই মুহুত্বে ঘাতক ট্রাকের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে যাওয়ায় ঘটনা স্থলে তার মৃৃত্যু হয়। তাৎক্ষনিক ভাবে ফায়ার সর্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি নিয়ে রাস্তার পাশে নিয়ে রাখেন। তবে ঘটনান্থলে নাভারণ হাইওয়ে থানা পুলিশের উপস্থিত হওয়ার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত তাদেরকে উপস্থিতি না পেয়ে ঝিকরগাছা উপজেলার ফায়ার সর্ভিসের স্টেশন মাস্টার নয়ন বাবু নিহতের স্বামীর নিকট লাশ হস্তান্তর করেন বলে জানা যায়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার বলেন, আমি ফোনে শুনেছি। আমাদের অবস্থা এখন কেমন তো বুঝতে পারছেন। আমি আমার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ঘটনা স্থলে যাবো।