আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছায় বোন ও বোনাইয়ের কর্তৃক পাকা ইটের দেয়াল ঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগর (ঝিকরগাছা বাজার রাজাপট্টি) গ্রামের মৃত গোলাম মৌর্তুজা চৌঃ ছেলে গোলাম ফারুক।
অভিযোগে করেছেন মোবারকপুর (ধোপাপাড়া) গ্রামের মৃত আলী হোসেনের ছেলে কবির হোসেন (৪৫), পলাশ হোসেন (৪০), ঝিকরগাছা বাজার হল রোড গ্রামের মৃত গোলাম মৌর্তুজা এর মেয়ে মোছাঃ রুপা (৫৭) ও তার স্বামী- আব্দুল্লাহ আল-ফারুক (৬০) সহ অজ্ঞাত ১০/১৫ জন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী রুপা ও আব্দুল্লাহ আল-ফারুক বাদীর বোন এবং বোনাই। বিবাদীগন খুব খারাপ প্রকৃতির লোক। বিবাদী রুপা ও আব্দুল্লাহ আল-ফারুকের সহিত বাদীর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বাদী অত্র থানাধীন কৃষ্ণনগর মৌজায় সাবেক দাগ নং ৭৩৭, হাল দাগ নং- ১৭৩১ তে ৪.২৫ শতক জমি রয়েছে। উক্ত জমিতে বাদীর দোকান ঘর তৈরী করিতে থাকে। বিবাদীগন উক্ত বিষয়টি জানতে পেরে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল অনুমান ৯টার দিকে বিবাদীগন সহ অজ্ঞাতনামা ব্যাক্তিরা দেশীয় অস্ত্র এবং লাঠি সজ্জায় সজ্বিত হইয়া বাদীর জমিতে এসে বাদির দোকান ঘরের নির্মানধীন কাজ করিতে নিষেধ করে। তখন বাদী, বিবাদী রুপা কাছে উক্ত বিষয়ের কারণ জানতে চাহিলে বিবাদীগন সহ অজ্ঞাতনামা ব্যাক্তিরা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন বাদী গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা বাশের লাঠি সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে বাদির পাকা ইটের দেয়াল ঘর ভাংচুর করে অনুঃ এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে বাদীকে মারপিঠ করিতে উদ্যৎ হয়। এমনকি বিবাদীগন বাদীকে মারপিঠ ও হুমকি প্রদান করে বলে যে, উক্ত বিষয় নিয়ে বেশী বাড়াবাড়ী করলে পরিনাম খুব খারাপ হবে ও বড় ধরণের ক্ষতি সাধন করিবে বলে হুমকী দেয়।
থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত পরিদর্শক ইব্রাহীম আলী বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে গেলে ভালো হয়। তবুও আমার নিকট যেহেতু একটা অভিযোগ এসেছে। ঘটনার উপর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর কে-০৩
- Advertisement -