যশোরের ঝিকরগাছার এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের জরুরী প্রয়োজনীয় কাগজপত্র বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান লিটুর বাড়িতে। ফতেপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান লিটু গদখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক।
গত ৩ আগষ্ট উক্ত বিদ্যালয়ের অফিস সহায়ক পদে তৎকালিন ম্যানেজিং কমিটি নিয়োগ বোর্ডের মাধ্যমে বেনেয়ালী গ্রামের নয়নমনিকে যোগ্যপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরবর্তীতে যে কোন সময় তাকে উক্ত পদে যোগদান করার জন্য পত্রও দেয় বোর্ড। ৭ আগষ্ট নয়ন মনি যোগদান করতে আসলে গদখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান লিটু, সাবেক ইউপি সদস্য জাফরনগর গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদসহ ৩০/৪০জন বিদ্যালয়ে গিয়ে নয়ন মনির যোগদানে বাধা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে কাগজপত্র তার কাছে নেই দাবি করে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান লিটু বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার চেষ্টা করার আপাতত তাকে যোগদান না করাতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ বলেন, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান লিটু ও নুর মোহাম্মাদের নেতৃত্বে ৩৫/৪০ জনের একটি দল গদখালী আল একরা মডেল একাডেমির পিছনে তার বাড়িতে গিয়ে নয়ন মনির নিয়োগের সমস্ত কাগজপত্র নিয়ে এসেছে। যা এখনো বিএনপির ওই দুই নেতার নিয়ন্ত্রনে রয়েছে বলেও জানান তিনি।
বিশেষ প্রতিনিধি