চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মসজিদের খতিব ও ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার কামিল মাদ্রাসার সভা কক্ষে ওলামামশষেখ আয়াজোনে মসজিদের খতিব ও ইমামদের সম্মেলনের কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাও আব্দুল লতিফের সভাপতিত্বে ও ওলামাশায়াখ এর সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামাত ইসলাম পশ্চিম সভাপতি মাওঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশের জেলা নায়েব আমির মাওঃ আরশাদুল আলম, উপজেলা জামাত ইসলামের গোলাম মোরশেদ এ ছারা উপস্থিত ছিলেন কামিল মাদ্রাসা জামে মসজিদে খতিব মাওঃ আলি আকবর, উপজেলা জামাত ইসলামের নায়েবে আমির মাওঃ নুরুল ইসলাম, মাওঃ রুহুল কুদ্দুস, মাওঃ সাইফুল ইসলাম, জামাত ইসলামের আইন বিষয়ক সম্পাদক রইদুল ইসলাম খান, জামাত ইসলামের সহকারী সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও মাওঃ গিয়াস উদ্দিন প্রমুখ।