- Advertisement -
শ্যামল দত্ত, চৌগাছা ( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উদীয়মান সাধু সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে আলোচনা সভা ও বাউল সংগীত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় কাঁচামাল হাট বাজারের বটতলায় প্রাঙ্গনে সাধু সংঘ ও আত্মতথ্য মূলোক আলোচনায় জুমারুল ইসলামের সভাপতির বক্তব্য দেন সাপ্তাহিক চৌগাছা পত্রিকার প্রকাশক ও সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জল, চৌগাছা উদীয়মান সাধু সংঘের সহ সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ উদীয়মান সাধু সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে বাউল সংগীত পরিবেশন করেন শিল্পী সুরাইয়া পারভীন, মোহনা আক্তার নিশি, আনোয়ার সাইজী, শরিফুল ইসলাম প্রমুখ।
রাতদিন সংবাদ/এহসান জামিল-২৬
- Advertisement -