যশোরের চৌগাছার গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তারা প্রেসক্লাবের নামে জমি বরাদ্দ পেয়েছে। যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ সকল নিয়মকানুন মেনে প্রেসক্লাবের নামে চার শতক জমি বরাদ্দ দিয়েছে।
জানাগেছে, প্রেসক্লাব সভাপতি ইয়াকুব আলী চৌগাছা উপজেলার সাংবাদিকদের জন্য নিজস্ব জমি চেয়ে চলতি বছরের ১ জানুয়ারি যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেন। এরপর তারা গত ২৪ মে সভার মাধ্যমে কর্তৃপক্ষ নিয়মানুযায়ী চৌগাছা প্রেসক্লাবের নামে ৪ শতক জমি প্রাথমিকভাবে অনুমোদন করে। যার চৌগাছা মৌজা: ১৭১, এসএ খতিয়ান ১৯৯, দাগ ৪২। দৈর্ঘ্য ৩৮ ফুট, প্রস্থ ৪৬ মোট বর্গফুট ১৭৪৮। (পাকা রাস্তা সংলগ্ন পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশে)। এরপর ভূমি মন্ত্রণালয় ও জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতায় সকল অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন হয়। অবশেষে গত ২০ নভেম্বর দুপুরে ক্লাবের সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলের কাছে বরাদ্দকৃত জমির দলিল ও যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে কর্তৃপক্ষ।
জমি বরাদ্দ নিয়ে ক্লাবের সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ নিরলসভাবে চেষ্টা করে আসছিলেন। নেতৃবৃন্দ জমি বরাদ্দ নিয়ে জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন। জমি বরাদ্দের মাধ্যমে চৌগাছার সাংবাদিক মহল তাদের পেশাগত কাজের স্থায়ী ঠিকানা গড়তে সক্ষম হলো।