শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারনের দাবিতে মানবন্ধন পালন করা হয়েছে।
বুধবার বিকালে শহরের বিজয় চত্ত্বরে এ মানববন্ধন করে চৌগাছা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কমকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শাহাজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভীজিৎ কুমার রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাতিবিলার প্রধান শিক্ষক মকলেছুর রহমান, সলুয়ার সহকারী শিক্ষক মেহেদী আল-মাসুদ, স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদুজ্জামান সবুজ, হাজরাখানা সরকারিনপ্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মজনুর রহমান,ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহাবুব, গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, সুখপুকুরিয়ার সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম ও বকসীপুরের সহকারী শিক্ষক জয়নুর রহমান।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রুত বাস্তবায়নসহ সহকারী শিক্ষক এন্ট্রিপদ ধরে পরিচালক পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়া ৮ম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেট পুনর্বহাল, প্রতি তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা, মাসিক সমন্বয় সভায় সহকারী শিক্ষক প্রতিনিধির উপস্থিত নিশ্চিতসহ মোট ১৪টি দাবি তুলে ধরেন তারা।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার সাড়ে ৬শ প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আর কে-১১