শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বেলা ১২ টায় চৌগাছা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর যৌথ আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নাগরিক অধিকার ও সরকারি সেবাসমূহের অভিগম্যতা আইনগত সেবা নিশ্চিতকরণ এক আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজয় কুমার সরকারের সভাপতিত্বে ও অশ্রমোচন সংস্থার প্রোগ্রামর অফিসার নাসির উদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শান্ত ইসলাম, বি ডি ই আর এমের সহ সভাপতি শ্যামল দত্ত, অশ্রু মোচন সংস্থার সমন্বয়কারী সুমিত্রা সরকার, হিসাব রক্ষক অফিসার অলক কুমার দাস, শিক্ষক কামনা দাস, সহ ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে দলিত জনগোষ্ঠী ৪০ জন নারী ও পুরুষ।
আর কে-০৩
- Advertisement -