যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মশিউরনগরের মোশারফ হোসেনের ছেলে সোহেল রানা (৩২), মাঝালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে মামুন হোসেন (৩৭), সিংহঝুলীর মৃত আবুল দফাদারের ছেলে আরিফ (৩৮) ও মনু মুন্সির ছেলে আব্দুর রহিম (৩৬)।
আহত আরিফ জানান, তিনি ও উজ্জ্বল নামে এক যুবক এক সাথে বিদেশ থাকতেন। এ সময় তাদের মধ্যে একটি টাকা পয়সার লেনদেন ছিলো। মঙ্গলবার টাকা আদায় করার জন্য তিনিসহ আহতরা উজ্জ্বলের কাছে যান। এ সময় তাদের কথাকাটাকি হয়। এক পর্যায় উজ্জ¦ল ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে আলমগীরসহ অজ্ঞাত ৭/৮ জন আরিফ, সোহেল, মামুন ও রহিমকে এলোপটাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
রাতদিন সংবাদ