মঙ্গলবার রাত ৮ টায় চৌগাছা কোটচাঁদপুর রোডের তজবীজপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আফরোজা তজবিজপুর গ্রামের আরিফ হোসেনের মেয়ে।
পরিবারের সূত্রে জানা যায় মেয়েটি রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। (নম্বর ঢাকা মেট্রো ছ- ৭১-০৪৮৪) এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খন্দকার জুলকার নাইন বলেন শিশুটি হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আর কে-১২
- Advertisement -