Saturday, October 12, 2024

ঘের থেকে মাছ লুট: মণিরামপুরের সাবেক এমপি ইয়াকুব আলীর বিরুদ্ধে মামলা

- Advertisement -

যশোরের মনিরামপুরে ঘের থেকে মাছ লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীসহ পাঁচ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মোহনপুর গ্রামের মৃত এম এ রাজ্জাকের ছেলে মো. মনিরুজ্জামান মামলাটি করেছেন। মামলার অপর আসামিরা হলেন, উপজেলার কাজিয়াড়া গ্রামের মৃত কলিম দফাদারের ছেলে আব্দুল হালিম, মৃত ইন্তাজ গাজীর ছেলে খলিলুর রহমান, মৃত আব্দুর রহমান গাজীর ছেলে ফসিয়ার রহমান ও মনিরুদ্দিন গাজীর ছেলে ফারুখ হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মনিরামপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
মো. মনিরুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, তিনিসহ কাজিয়াড়া গ্রামের মৃত শাহাজান গাজীর ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ২০১৭ সাল থেকে পেড়োলী বিলে ১৮ বিঘার একটি ঘের নির্মাণ করে সেখানে মৎস্য চাষ করে আসছেন। আসামিদের সাথে তাদের পূর্ব শত্রæতা রয়েছে। এরই জের ধরে গত ২ সেপ্টেম্বর সকালে আসামিরা তাদের ঘেরে জাল ফেলে মাছ লুট করতে থাকে। তখন মনিরুজ্জামানসহ রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় আসামি এস এম ইয়াকুব আলীর হুকুমে অন্য আসামিরা তাদেরকে মারধর করেন এবং প্রায় ১২ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান। কিন্তু প্রতিবাদ কিংবা মামলা করার সাহস সেসময় তারা পাননি। পরিস্থিতি অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেন।

রাতদিন সংবাদ

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত