Saturday, October 5, 2024

গ্রামেরকাগজের সিটি ইনচার্জ হলেন সাংবাদিক শিমুল ভূইয়া, রাতদিন নিউজের শুভেচ্ছা

- Advertisement -

বহুল প্রচলিত দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার শিমুল ভুইয়াকে পদোন্নতি দিয়ে সিটি ইনচার্জ করা হয়েছে। শুক্রবার রাতে কাগজ পরিবারের পক্ষথেকে সম্পাদক মবিনুল ইসলাম মবিন এ ঘোষনা দিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান । এসময় নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক এম. আইউব, অনলাইন এডিটর জাহিদ আহমেদ লিটন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, ডিজিটাল ইনচার্জ স্বপ্না দেবনাথসহ পরিবাবেরর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রামেরকাগজের সাংবাদিক শিমুল ভূইয়া রাতদিন নিউজের সম্পাদক মন্ডলির সভাপতি। তার পদন্নতিতে রাতদিন নিউজ পরিবার গর্বিত। রাতদিন নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা মন্ডলির সদস্য শেখ দিনু আহেমেদ,  জাহিদ আহমেদ লিটন, এম আইউব, দেওয়ান মোর্শেদ আলম, শহীদ জয়, আশরাফুল আজাদ, এমআর রকি, ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, চীফ ফটো সাংবাদিক রিকি খান, প্রতিনিধি ফোরামের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ পালিত, সিনিয়র সহসভাপতি আজম খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ রাতদিন নিউজ পরিবার।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত