Tuesday, December 3, 2024

গরু চুরিতে বাধা: প্রবাসীর স্ত্রীকে মারপিটের ঘটনায় মামলা

- Advertisement -

গরু চুরি করতে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও তার দুই ছেলেকে মারপিটে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার নরসিংহকাঠি গ্রামে।
আসামিরা হলেন ওই গ্রামের মৃত গোলাম রসুলের দুই ছেলে রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম, ঘোপ গ্রামের মৃত নজরুল ইসলামে ছেলে মেহেদী হাসান, মৃত শাহাদৎ মোল্লার ছেলে আসলাম হোসেন, জিল্লুর রহমান, আকবর মোল্লার ছেলে ইকবাল হোসেন, আক্কাস মোল্লার ছেলে জুয়েল, সাত্তার মোল্লার ছেলে সোহেল মোল্লা, নরসিংহকাঠি গ্রামের মোহর আলীর দুই ছেলে আব্বাস মোল্লা ও আহাদ আলী, সবুর মোল্লা ও তার ছেলে মুসা, মোহাম্মদ মিরাজের তিন ছেলে রজিবুল ইসলাম, রিয়াজুল ইসলাম এবং শান্ত।
পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার কাজীকান্দা গ্রামের হালিমা বেগম এজাহারে উল্লেখ করেছেন, তার বোন জেসমিন নাহার নরসিহংকাঠি গ্রামের তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে বসবাস করেন। তার স্বামী রাজু আহমেদ মালয়েশিয়া প্রবাসী। আসামিরা প্রায় তার ওপর নির্যাতন করতেন। এর আগেও তার বোনকে মারপিট করে বাড়ির জিনিসপত্র লুট করে নিয়েছেন। গত ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসামিরা তার বাড়ির দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় জেসমিনের দুই ছেলে বাধা দিলে তাকে মারপিটে জখম করে। ঘটনার সময় জেসমিন এগিয়ে গেলে আসামিরা একযোগে তাকেও মারপিট করেন। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যান।
পরে জেসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত