কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের মাতা নুরজাহান বেগমের দাফন সম্পন্ন হয়েছে। ২৩সেপ্টেম্বর বেলা ১১টায় শহরের পাবলিক ময়দানে জানাজা নামাজ শেষে কেশবপুর আলিয়া মাদ্রাসা কবর স্থানে তাকে দাফন করা হয়। ২২সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বার্ধক্য জনিত কারণে শহরের আলতাপোল গ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, সিনিয়র যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আলা উদ্দীন আলা, রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল, নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।