Friday, November 8, 2024

কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ারের মায়ের দাফন সম্পন্ন

- Advertisement -

কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমানের মা তোফিরোন্নেসার দাফন সম্পন্ন হয়েছে। ২৬অক্টোবর সকাল ১০টায় উপজেলার ভালুকঘর কেন্দ্রীয় ঈদগাহ
ময়দানে জানাজা নামাজ শেষে ওই গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি ২৫অক্টোবর বিকেল ৫ টার দিকে বার্ধক্য জনিত কারণে উপজেলার ভালুকঘর গ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত