মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সহায়তায় লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আবু শারাফ অডিটোরিয়ামে পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত শ্রী দুলাল চন্দ্র সাহা, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুকুমার সাহা, কেশবপুর কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক সেম, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সদর ইউনিয়নের ইউপি আলাউদ্দিন আলা, কেশবপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমীর কবির, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদেও নেতৃবৃন্দেও মধ্যে সুভাষ দেবনাথ, কাত্তিক রায়, নন্দ দুলার বসু, বিশ্বনাথ হালদার, মধাব বর্মন, তাপস কুন্ডু, সুকদেব মন্ডল হৃদেন্দ নাথ সরকার, কাত্তিক আঢ্য, শংকর প্রবীরদত্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎপল দে, সুভাষ দেবনাথ।
আর কে-০৪
- Advertisement -