Monday, October 14, 2024

কেশবপুরে মাছ ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চা বিক্রেতা নিহত

- Advertisement -

কেশবপুর প্রতিনিধি- যশোরের কেশবপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তেইশ মাইল বুজতলা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। মোশাররফ হোসেন উপজেলার আলতাপোল গ্রামের মৃত শের আলি দফাদারের ছেলে ও তেইশ মাইল বাজারে চা বিক্রেতা। এ সময় রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হন। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে যশোর-চুকনগর সড়কের আলতাপোল তেইশ মাইল বুজতলা নামক এলাকায় অন্যদের সঙ্গে মোশাররফ হোসেন বন্যার পানিতে মাছ ধরতে আসেন। মাছ ধরার ফাকে তারা সড়কের পাশে বসে ছিলেন। এ সময় সাতক্ষীরাগামী একটি পরিবহন মোশাররফ হোসেন ও রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে আহত করে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে মোশাররফ হোসেন মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর বলেন, আহত মোশাররফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত