কেশবপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সুশীল সমাজ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সুশীল সমাজ,রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ১৯সেপ্টেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিভন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে রাজনৈতিক দলের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ জামাতে ইসলামী নেতা এ্যাড.ওজিয়ার রহমান ও যুব সংগঠনের সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম দিপু, জাতীয় পাটির নেতা জি এম হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। একইদিন সকালে সুশীল সমাজ,রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, ঢাবিয়ান কেশবপুর শাখার সভাপতি নাসির আহমেদ গাজী, মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এম এ হালিম প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ইউএনও জাকির হোসেন কেশবপুরকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিন বিকেলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ছাত্র ও রাজনীতিবিদদের সাথেও মতবিনিময় করেন।