চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ শনিবার বিকেলে যশোর সদরের চুড়ামনকাটিতে বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা যুবকের আটক ও শাস্তির দাবি এবং বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন চুড়ামনকাটি ইউনিয়ন ইমাম পরিষদ।
চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন ইমাম পরিষদের প্রধান উপদেষ্ঠা হাফেজ নুর নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আমানুল্লাহ কাসেমী, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি উবাইদুল্লাহ, চুড়ামনকাটি ইমাম পরিষদের সভাপতি মুফতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদ হাফেজ শহিদুল্লাহ, মাওলানা আরিফ বিল্লাহ, হাফেজ শাহ জালাল, মুন্সি রুহুল আমিন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,দ্রুত বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ কার হোক মর্মে ফেসবুকে পোস্টকারী যুবক প্রান্ত বকসিকে দ্রুত আটক করতে হবে এবং প্রকাশ্যে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ইসকন সংগঠনটি নিষিদ্ধসহ চট্রগ্রামের মসজিদ ভাংচুর, এ্যাভোকোট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের আটকসহ মুসলমি বিদ্বেষীদের আইনের আওতায় আনতে হবে।
সম্প্রতি চুড়ামনকাটি ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের গৌর বকসির ছেলে প্রান্ত বকসি বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হোক মর্মে সামাজিক যোগাযোগ মাধমে ফেসবুকে পোস্ট করেন। খবরটি এলাকায় প্রচার হলে ফুঁসে ওঠেন এলাকাবাসী। অভিযুক্ত যুবককে আটকে উত্তেজিত জনতা পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। এখনো অভিযুক্তকারী অটক না করায় আবারও ফুঁসে ওঠেন এলাকার মানুষ।
রাতদিন সংবাদ/ এহসান জামিল-১৩