আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান পরিবেশ বাঁচান ও চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে এই দুটো স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে কায়েমকোলা বাজারের উষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। তিনি তার বক্তব্যে বলেন, যে ভাবে ক্রমাগতই আমরা বিভিন্ন প্রকার কাজের মাধ্যমে আমাদের পরিবেশের বায়ু দূষণ করছি। আমাদের পরিবেশের বায়ু দূষণের হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকের বেশি বেশি করে গাছ রোপন করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের উদেশ্য করে বলেন, যদি তোমরা কেউ বাল্য বিবাহেরে সাথে সংযুক্ত হও তাহলে তোমাদেরকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সংশোধনলায়ে প্রেরণ করা হবে। বাল্য বিবাহ প্রতিরোধে তোমাদের সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন সর্বদা তোমাদের পাশে রয়েছে।
উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন হিরা, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ মোঃ সায়েদ আলী, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক মিঠুন সরকার, সোহেল রানা, উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শান্তি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সহ দপ্তর বিষয় সম্পাদক: আরিফুল ইসলাম জনি, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক আতিকুর রহমান আতিক, ধর্ম বিষয় সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল হুসাইন রনি সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠান পরিশেষে উষার আলো সমাজ কল্যাণ সংস্থার পক্ষে গুণিজন হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন হিরা, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ মোঃ সায়েদ আলীকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
আর কে-০২