Wednesday, December 4, 2024

আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি পদে আবু মোর্ত্তজা ছোটর মনোনয়ন পত্র জমা

- Advertisement -

ব্যপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আবু মোর্ত্তজা ছোট মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ইসমত হাসার তার মনোনয়নপত্র গ্রহণ করেন।

এছাড়া গোপনীয়তার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী ওয়ার্ডা আওয়ামী লীগ নেতা এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউস মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
একইসাথে সতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী জুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উৎসহ উদ্দীপনারম মধ্যে দিয়ে সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু মোর্ত্তজা ছোট মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকল বিরোধের অবসান ঘটিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী হিসেবে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, জাফর সাদিক, এমএ গফুর, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, আমিনুর রহমান, কাজী মসরুর মুর্শীদ বাপী, আরিফুল ইসলাম শান্তি, আরএম মঈনুল হক খান ময়না, মনিরা রুবাইয়া মুন্নি, নূর আলম পান্নু, মৌলুদা পারভীন, ফাইনারা বণা, রেহানা পারভীন প্রমুখ।

অপর দিকে গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষে সহকারী সম্পাদক পদে আশরাফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবুল হোসেন, কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, মোস্তফা হুমায়ুন কবির, আমিনুর রহমান হীরু, প্রশান্ত দেবনাথ, স্বপন কুমার ভদ্র, তপন বিশ্বাস, গোলাম মোস্তফা সুমন, বাসুদেব বিশ্বাস, আমিনুর রহমান সাবু প্রমুখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত