তিনি আরো জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু করে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা। এ সময় তিন রাস্তার মোড় ও পুরাতন ভূমি অফিসের মাঠ থেকে অবিস্ফোরিত দু’টি বোমা উদ্ধার করে। বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেত পারেনি পুলিশ।
শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক তৈহিদ মোল্যা বলেন, ইউনিয়ন ভূমি অফিসের সামনের তিন রাস্তার মোড়ে রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ দুইটি বোমার বিস্ফোরণ হয়। তখন বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আমার ইউনিয়ন জুড়ে শান্ত ছিল। শান্তিপ্রিয় এই ইউরিয়নে আতঙ্কের তকমা দিতে আওয়ামীলীগের দোষড়রা এই ঘটনা ঘটাতে পারে বলে আমার মানে হয়।
এলাকাবাসি ঘটনার সাথে কারাকারা জড়িত তাদের আইনের আওতায় আনবার দাবিতে পাথালিয়া পুলিশ ক্যাম্পের সামনের রাস্তায় বিক্ষোভ প্রর্দশন করে। বিক্ষোভ শেষে বক্তক্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন সভপতি মুঞ্জুর মাষ্টার, সাধারণ সম্পাদক মাহামুদ কবির।
এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক নওয়াব আলী সরদার, সদস্য ফরহাদ মোল্ল্যা, সিনিয়র-সহ সভাপতি, শাহাজাহান মল্লিক, সহ-সভাপতি হেকমত মোল্ল্যা, ইদ্রিস মোল্ল্যা, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাাদক ইমদাদুল হক মিলন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজ মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আর কে-০২
- Advertisement -