অভয়নগর প্রতিনিধি- অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে স্বামী তার স্ত্রীর পক্ষ নেওয়ায় বৃদ্ধা মায়ের আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় মিনিবাজার এলাকার বাসিন্দা মৃত আনসার আলীর স্ত্রী ও বারেকের ৫৫বছর বয়সী বৃদ্ধা মা রহিমা বেগম গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীরা জানান, ওই নারী ভিক্ষাবৃত্তি করে চলতেন। বৃদ্ধার ছেলে বারেকের স্ত্রী পপির সাথে সাংসারিক দ্বন্দ্ব প্রায়ই লেগে থাকতো। পপি তার শ্বাশুড়িকে গত দুদিন আগেও বেধড়ক মারধর করলে গুরুতর জখম হন। পরে বুধবার বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার জন্য সালিশ বৈঠকেও বসেন। তবে স্থানীয়রা ধারণা করছেন, সালিশ মনোপুত না হওয়ায় এবং তার ছেলে স্ত্রীর পক্ষ নেওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি আত্মহত্যা করেন। অপরদিকে ওই বৃদ্ধা নারীর সৎ ছেলে মহির জানান, তার মাকে হত্যা করা হয়েছে। তিনি বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান-থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানার জন্য বৃদ্ধার মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।